Job Circular for Chandpur Science and Technology University

Rate this post

Chandpur Science and Technology University Job Circular, Chandpur Science and Technology University Job Circular

চাকরির বর্ণনাঃ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

নিচের বিজ্ঞাপনটি দেখুন

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: 26 Feb 2023 ইং 

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


চাঁদপুর অস্থায়ী অফিস : ৪-এ, (৫ম তলা), কদমতলা মার্কেট, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০ ঢাকাস্থ গেস্ট হাউজ : বাসা নং-২০, রোড নং-১৭, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০ Web : www.cstu.ac.bd Email : [email protected] Tel: +880-2-41090771
স্মারক নং-চাবিপ্রবি/রেজি /নিয়োগ/শিক্ষক-কর্মচারী/২০২২/৪৯০


নিয়োগ বিজ্ঞপ্তি


তারিখ:-
১৯ মাঘ ১৪২১ বঙ্গাব্দ ০২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদগুলো পূরণের নিমিত্ত বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা
যাচ্ছে।
ক্রম
পদের নাম সহযোগী অধ্যাপক
বিভাগ, পদসংখ্যা ও বেতন স্কেল
(ক) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ : ১টি
শর্তাবলী
(খ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ : ১টি আবেদনকারীকে cstu.ac.bd/jobs ওয়েবসাইটে গিয়ে (গ) ব্যবসায় প্রশাসন বিভাগ : ১টি
বেতন স্কেল : ৮ : ৫০,০০০-৭১,২০০/- গ্রেড নং-৪
সহকারী অধ্যাপক (ক) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ : ১টি
3
০৩
প্রভাষক
08
20
প্রয়োজনীয় সকল কাগজপত্রের scanned pdf copy ও আবেদন ফিসহ ০৪/০২/২০২৩ খ্রি. তারিখ বেলা ১০:০০টা থেকে 26/02/2023 খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে
(খ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ : ১টি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও ফি (গ) ব্যবসায় প্রশাসন বিভাগ : ১টি
বেতন স্কেল : ৮:৩৫,৫০০-৬৭,০১০/- গ্রেড নং-৬
(ক) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি
প্রদানের বিষয়ে বিস্তারিত www.jobs.cstu.ac.bd/ How to Apply এই লিঙ্কে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : https://www.cstu.ac.bd অথবা www.jobs.cstu.ac.bd “Academic Qualifications
(খ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ : ২টি and Experiences” মেনু থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ (গ) ব্যবসায় প্রশাসন বিভাগ: ২টি
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- গ্রেড নং-৯
ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ক) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি
অফিস সহকারী কাম
কম্পিউটার টাইপিস্ট
অফিস সহায়ক
সংগ্রহ করা যাবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের scanned pdf copy সংযুক্ত করতে হবে- (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতা
(খ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ : ১টি (যদি থাকে) প্রকাশনা ও অন্যান্য (খ) সদ্য তোলা ৩০০x৩ বেতন স্কেল: ৮: ১১,০০০-২৬,৫৯০/- গ্রেড নং-১৩ (ক) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি (খ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ: ১টি (গ) ব্যবসায় প্রশাসন বিভাগ: ১টি
বেতন স্কেল: ৮: ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড নং-১৬
(ক) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি
পিক্সেল ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি (jpg file) (গ) জাতীয় পরিচয়পত্র (ঘ) চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি ৬০০/- (ছয়শত টাকা), ৪ থেকে ৫ নং পদের জন্য আবেদন ফি ২০০/- (দুইশত টাকা) এবং ৬ নং পদের জন্য আবেদন ফি
(খ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ : ১টি ১০০/- (একশত টাকা) (সার্ভিস চার্জ ব্যতীত) পরিশোধ করতে (গ) ব্যবসায় প্রশাসন বিভাগ: ১টি
হবে।
বেতন স্কেল: ৮: ৮,২৫০-২০,০১০/- গ্রেড নং-২০
প্রয়োজনীয় নির্দেশাবলী:
আগ্রহী প্রার্থীকে আগামী 26/02/2013 খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকারী যে বিভাগ ও পদের জন্য আবেদন করতে চায় সে অনুযায়ী cstu.ac.bd/jobs ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Apply বাটনে ক্লিক করলে ই-মেইল এবং এসএমএস এর মাধ্যমে প্রয়োজনীয় user id, Password এবং Application Link পাবেন।
• উক্ত Application Link ক্লিক করে প্রাপ্ত আইডি এবং Password এর মাধ্যমে login করে প্রয়োজনীয় সকল তথ্য আপলোড করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ই-মেইল, এসএমএসএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।
অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
এই-৫৬৯-৬২/২৩ (৮”x8)
প্রকৌশলী মেজর মো. আবদুল হাই (অবঃ) রেজিস্ট্রার
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Scroll to Top